মৃত ব্যক্তির বিচার নিয়ে ট্রাইব্যুনালের অসন্তোষ


প্রকাশিত: জানুয়ারি ১২, ২০১৭, ০৩:২০ পিএম
মৃত ব্যক্তির বিচার নিয়ে ট্রাইব্যুনালের অসন্তোষ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের মৃত ওয়াজ উদ্দিনকে পলাতক দেখিয়ে বিচার শুরু করায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ওয়াজ উদ্দিন একাত্তরের হত্যা, গণহত্যা মামলার একজন আসামি। প্রায় ৮ মাস আগে ২০১৬ সালের ৭ মে ওয়াজউদ্দিন মারা যায় যা ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া মৃত্যু সনদে দেখা গেছে। কিন্তু গত ১১ ডিসেম্বর ওয়াজউদ্দিনকে পলাতক আসামি হিসেবে দেখানো হলে, তার পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়ে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

তার আগে ২০১৪ সালের অক্টোবরে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে তদন্ত সংস্থা। শুরু থেকেই পলাতক দেখিয়ে তাকে ধরতে অভিযান অব্যাহত আছে বলেও পুলিশের রিপোর্টে বলা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর তুরিন আফরোজ বলেন "আমরা শুধু প্রশ্নটা তুলতে চাই একজন মানুষ মারা গেলো তাকে দাফন করা হলো অর্থাৎ অনেকেই জানলো অথচ সেটা রিপোর্ট করা হলো না কেন?"

গো-নিউজ২৪/বিএস

আইন-আদালত বিভাগের আরো খবর