খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের পরবর্তী দিন ২৬ জানুয়ারি


প্রকাশিত: জানুয়ারি ১২, ২০১৭, ১১:৫১ এএম
খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের পরবর্তী দিন ২৬ জানুয়ারি

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেয়ার জন্য ২৬ জানুয়ারী পরবর্তী দিন ধার্য্য করেছে আদালত। বৃহস্পতিবার খালেদা জিয়ার পক্ষে আদালতে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার এ আদেশ দেন।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে খালেদা জিয়া ঐ মামলায় আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দিতে আদালতে হাজির হন। আজ এই মামলায় খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবি সময় বাড়ানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে এই মামলার বিচারকাজ চলছে।

গো-নিউজ২৪/বিএস

 

আইন-আদালত বিভাগের আরো খবর