জেলা পরিষদ নির্বাচনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল


প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০১৬, ০১:৪১ পিএম
জেলা পরিষদ নির্বাচনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

একইসঙ্গে জেলা পরিষদ আইনের তিনটি ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে না রুলে সেটিও জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

জেলা পরিষদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ নিজেই। জেলা পরিষদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট নূরে আলম উজ্জ্বল।

গো-নিউজ২৪/বিএস

 

আইন-আদালত বিভাগের আরো খবর