খালেদার রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি ৮ নভেম্বর


প্রকাশিত: অক্টোবর ১০, ২০১৬, ০১:০৩ পিএম
খালেদার রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি ৮ নভেম্বর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ ৮ নভেম্বর ধার্য করেছেন আদালত।

খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করেন সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার।
সোমবার এ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন শারীরিক অসুস্থতার কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি। এ কারণে তার পক্ষে সময়ের আবেদন করা হয়।

শুনানি শেষে আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা অভিযোগ শুনানির এই দিন ধার্য করেন।

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে গত ২৫ জানুয়ারি আদালতে মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী। 

গোনিউজ২৪/এমএইচএস

আইন-আদালত বিভাগের আরো খবর