এখন রাজি হয়ে লাভ কী?


গো নিউজ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩, ২০১৭, ১২:২১ পিএম
এখন রাজি হয়ে লাভ কী?

একটি গাভি এবং একটি ষাড় মাঠে ঘাস খাচ্ছিল। এসময় ওদের মধ্যে কথা হয়-
গাভি : আই লাভ ইউ।
ষাড় : আমি তোকে কতদিন আগে বলেছি। এতদিন পর তোর রিপ্লাই দেবার সময় হল? এখন রাজি হয়ে লাভ কী?
গাভি : তুই কি বলতে চাইছিস?
ষাড় : না... মানে... সামনেই তো ঈদ!

চুরি করা গাড়ি
এক গাড়িতে বল্টু তার ফ্যামিলি নিয়ে যাচ্ছে।
বল্টুর বাবা পিছনের ছিটে ঘুমাচ্ছে আর মা বল্টুর পাশে বসা। হঠাৎ রাস্তায় ট্রাফিক পুলিশ থামিয়ে বলল-
পুলিশ : আজ সুরক্ষা সপ্তাহ। আপনি বেল্ট পরে গাড়ি চালাচ্ছেন, তাই সরকার আপনাকে ১০ হাজার টাকা পুরস্কার দিবে। আপনি এই পুরস্কার দিয়ে কী করবেন?
বল্টু : প্রথমে আমি আমার ড্রাইভিং লাইসেন্স বানাবো।

তখন বল্টুর মা বলল-
মা : ওর কথা বিশ্বাস করবেন না স্যার। নেশা করে যা খুশি তাই বলে!
পুলিশের কথা শুনে বল্টুর বাবা ঘুম থেকে উঠে-
বাবা : আরে বল্টু আমি আগেই বলছিলাম, চুরি করা গাড়ি নিয়ে আমরা বেশি দূর যেতে পারবো না।


হাত তুলতে কষ্ট লাগে
শিক্ষক : তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি অলস তাকে আজ ৫০০ টাকা পুরস্কার দেব।
ছাত্রদের প্রায় সবাই হাত তুলল একজন বাদে।
শিক্ষক : কী ব্যাপার, তুমি হাত তুলোনি যে?
ছাত্র : স্যার হাত তুলতে কষ্ট লাগে।

জোকস বিভাগের আরো খবর