ঘটা করে বিয়ে!


প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০১৬, ০২:২৩ পিএম
ঘটা করে বিয়ে!

নেগেটিভ চিন্তা

ছোট বোন : আপা রাত ১২টা বাজে দুলাভাই তো এখনো বাড়িতে আসলো না। মনে হয় অন্য মেয়েদের নিয়ে স্ফূর্তি করছে।

বড় বোন : একটা থাপ্পর দেবো সবসময় শুধু নেগেটিভ চিন্তা করিস। রাস্তায় গাড়ির নিচে চাপা পড়ে অ্যাক্সিডেন্টও তো করতে পারে।

***

এই পদবি তো আগে শুনিনি

৩ জন নৌকায় করে নদী পার হচ্ছিল-

১ম জন : ভাই আপনার নাম কী?
২য় জন : হরিপদ পাল। আপনার নাম কী?
১ম জন : নিতাই হালদার।

৩য় জনকে লক্ষ্য করে-

১ম জন : ভাই আপনার নাম কী?
৩য় জন : আমার নাম গোপাল চন্দ্র গুণ।

মাঝিকে লক্ষ্য করে-

৩য় জন : এই তোমার নাম কী?
মাঝি : আমার নাম রহিম উদ্দিন বৈঠা।
২য় জন : তোমার নামের এই পদবি তো আগে শুনিনি।
মাঝি : ছিলো না, তবে অহন হইছে। কারণ আপনারা একজন পাল ধরছেন, একজন হাল ধরছেন, আর একজন গুণ টানছেন, অহন বৈঠা না হইলে নৌকা চলবো কেমন করে!

***

প্রেম অথবা ঘটা করে বিয়ে

দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-

পল্টু : বল তো, ঘটা করে বিয়ে আর প্রেম করে বিয়ের মধ্যে পার্থক্য কী?
বল্টু : এটা তো খুবই সোজা।
পল্টু : আহা বল না।
বল্টু : শোন, পার্থক্যটা খুবই সাধারণ। প্রেম করে বিয়ে করলে নিজের প্রেমিকাকে বিয়ে করতে হয়, আর ঘটা করে বিয়ে করলে অন্যের প্রেমিকাকে বিয়ে করতে হয়।

গো-নিউজ২৪/বিএইচএম 

জোকস বিভাগের আরো খবর