বিড়ালের লেজ!


ডেস্ক রিপোর্ট প্রকাশিত: আগস্ট ৩০, ২০১৬, ১০:২৪ পিএম
বিড়ালের লেজ!

 

মা ঘরে ঢুকে দেখেন, ছেলে পায়ে ব্যান্ডেজ করছে
মা: কী হয়েছে!
ছেলে: ফুটবল খেলতে গিয়ে ব্যথা পেয়েছি।
মা: কই আমি তো তোমার কান্নার শব্দ শুনতে পেলাম না।
ছেলে: আমি তো ভেবেছি তুমি ঘরে নেই।
×××

বিড়ালের লেজ

জামাল সাহেব দেখলেন, একটা বাচ্চাছেলে একটা বিড়ালের লেজ ধরে টানছে। জামাল সাহেব ধমকে উঠলেন, ‘এই! বিড়ালটার লেজ ধরে টানছ কেন? ছেড়ে দাও!’
ছেলেটা বলল, ‘আমি তো টানছি না! কেবল ধরে রেখেছি। উল্টো ওই আমাকে টানছে!’
×××


বাবা ও ছেলের মধ্যে কথা হচ্ছে—
ছেলে: বাবা, আমি এত্ত বড় কখন হব?
বাবা: তুমি কত বড় হতে চাও শুনি?
ছেলে: আমি এমন বড় হতে চাই, যেদিন মাকে না জানিয়ে বাইরে গেলেও তিনি কিছু বলবেন না।
বাবা: আমি নিজেই তো, বাবা, এখনো অত বড় হতে পারিনি। তোমার মাকে না জানিয়ে আমিই বাইরে যেতে পারি না, আর তুমি!
×××

আমি বরং পাইলট হই

বাবা ছেলের ওপর বিরক্ত হয়ে রাগারাগি করছেন, তুই একটা অকর্মার ধাড়ি, মাটির ওপর একটা বোঝাস্বরূপ।
ছেলে: বাবা, তা হলে আমি বরং পাইলট হই।

গো-নিউজ২৪/বিএইচএম 

জোকস বিভাগের আরো খবর