নিশ্বাস নিত না!


ডেস্ক প্রতিবেদন প্রকাশিত: আগস্ট ২৮, ২০১৬, ১২:৩৬ পিএম
নিশ্বাস নিত না!

 

কেউ নিশ্বাস নিত না

বাবা আমাদের বিজ্ঞানের স্যার বলেছেন অক্সিজেন ছাড়া আমরা নিশ্বাস নিতে পারি না। কিন্তু অক্সিজেন আবিষ্কৃত হয়েছে ১৭৭০ খ্রিষ্ট্রাব্দে। তা হলে আগে কি কেউ নিশ্বাস নিত না।
না। কারণ মানুষের নাকও ওই বছরেই তৈরি হয়েছিল।


ওরাও তা-ই বলাবলি করছিল

ঘরের সামনে দুই ছেলেকে ফুটবল খেলতে দেখে মা প্রশ্ন করল, ‘এই, তোরা ফুটবল কোথায় পেলি রে? আমি তো কখনো কিনে দিইনি!’
বড় ছেলে জবাব দিল, ‘সামনের রাস্তায় কুড়িয়ে পেলাম, মা।’
মা বলল, ‘ও…কেউ খেলতে গিয়ে হারিয়ে ফেলেছে মনে হয়।’
ছোট ছেলের ত্বরিত জবাব, ‘হ্যাঁ মা, বল খুঁজতে এসে ওরাও তা-ই বলাবলি করছিল।’


যে মায়ের সব কথা শুনবে

ভীষণ দুষ্টুমি করে বলে বাবা তাঁর দুই ছেলেকে ডেকে নিয়ে বললেন, ‘এখন থেকে যে মায়ের সব কথা শুনবে, সপ্তাহ শেষে তার জন্য একটা পুরস্কার থাকবে।’
তাই শুনে বড় ছেলে ছোট ভাইকে বলল, ‘এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই রে, চল খেলতে যাই, সব পুরস্কার তো শেষ পর্যন্ত বাবাই পাবে!’

গো-নিউজ২৪/বিএইচএম 

জোকস বিভাগের আরো খবর