এসএসসি পাসেই দুদকে নিয়োগ


অনলাইন ডেস্ক প্রকাশিত: মে ৩১, ২০১৭, ০৬:২৬ পিএম
এসএসসি পাসেই দুদকে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাদেশের স্থায়ী নাগরিকদের প্রতিষ্ঠানটিতে ‘গাড়িচালক’ পদে নিয়োগ দেওয়া হবে। চাকরিপ্রার্থীদের মধ্যে ১০ জন এই নিয়োগ পাবেন।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের হালকা ও ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বয়স

আগামী ২০ জুন, ২০১৭ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। এ ছাড়া মুক্তিযোদ্ধা কোটাধারীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন

নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে নয় হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

নির্ধারিত আবেদন ফরম এবং প্রবেশপত্রের নমুনা যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ শুধু ডাকযোগে পাঠাতে হবে। আবেদনের নমুনা ফরম ও প্রবেশপত্রটি পাওয়া যাবে দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইটে (www.acc.org.bd)। আবেদন করার ঠিকানা ‘সচিব, দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ১ সেগুনবাগিচা, ঢাকা’। আবেদন করা যাবে ২০ জুন, ২০১৭ পর্যন্ত।

দৈনিক নিউ এজ পত্রিকায় ৩১ মে, ২০১৭ প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেখুন-


গো নিউজ২৪/এএইচ

জবস বিভাগের আরো খবর