জনবল নিয়োগ দিবে ফেসবুক


ডেস্ক রিপোর্ট প্রকাশিত: মে ৭, ২০১৭, ১০:৫৪ এএম
জনবল নিয়োগ দিবে ফেসবুক

নিয়মিত যারা ইন্টারনেটের সঙ্গে জড়িত থাকি তারা দিনে একবার হলেও জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লগ ইন করে থাকি। প্রিয় সেই যোগযোগ মধ্যমেই যদি হয়ে যায় আপনার চাকরি তাহলে তো আর কথাই নেই।! বিষয়টি দারুণ, তবে কবে থেকে বা কি যোগ্যতার বলে ফেসবুকে কাজ করা যাবে সেটা এখনও নিশ্চিত না।  শুধু লোকবল নিয়োগ দেয়া হবে সেটাই জানায় ফেসবুক।!

দৈনন্দিন জীবনের নানা ঘটনার স্ট্যাটাস ফেসবুকে পোস্ট করেন অনেকেই। একই সঙ্গে খুনসহ নানা অপরাধমূলক পোস্টও দিন দিন বেড়ে চলেছে। এ ধরনের পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন করে জনবল নিতে যাচ্ছে ফেসবুক। গ্যাজেট নাও-এর প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সম্প্রতি জানান, ‘ফেসবুকে পোস্ট হওয়া সমস্ত ভিডিও এবং ছবি পর্যবেক্ষণ করতে নতুন করে আরো তিন হাজার লোক নিয়োগ দেওয়া হবে। ২০১৮ সালের মধ্যেই এই নিয়োগ শেষ করা হবে।’

জাকারবার্গ জানান, ‘এরই মধ্যে ফেসবুকের সব পোস্ট মনিটর করার জন্য চার হাজার ৫০০ লোক রয়েছে। যাদের কাজ কোনো পোস্ট সম্পর্কে ব্যবহারকারীদের কাছ থেকে রিপোর্ট পেলেই ব্যবস্থা নেওয়া। তিনি বলেন, ফেসবুকের শর্ত না মেনে কোনো পোস্ট করা হলে অভিযোগ না পেলেও ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশের ভাষ্যমতে, গত সপ্তাহে থাইল্যান্ড বসবাসকারী এক বাবা তাঁর মেয়েকে ফেসবুক লাইভে হত্যা করেন। মুহূর্তেই সেই ভিডিও তিন লাখ ৭০ হাজার মানুষ দেখে। পরবর্তী সময়ে সেই লাইভ ভিডিও মুছে দেয় ফেসবুক কর্তৃপক্ষ।

গো নিউজ২৪/এনএফ

জবস বিভাগের আরো খবর