৭০ হাজার বেতনে জেলাভিত্তিক নিয়োগ দেবে ওয়ার্ল্ড ভিশন, সপ্তাহে ছুটি ২ দিন


গোনিউজ২৪ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২০, ২০২৩, ০৪:১৯ পিএম
৭০ হাজার বেতনে জেলাভিত্তিক নিয়োগ দেবে ওয়ার্ল্ড ভিশন, সপ্তাহে ছুটি ২ দিন

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। রবিবার (২০ আগস্ট) প্রতিষ্ঠানটির এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এ নিয়োগে নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানটির দুটি জেলায় নিয়োগ পাবেন।

পদের নাম: পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিশেষজ্ঞ।

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান বা সামাজিক বিজ্ঞানে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

কাজের ধরন: ডেটা সংগ্রহ করা। এসব ডেটা পক্ষপাতমুক্ত করতে ডেটার বৈধতা এবং ধারাবাহিকতা যাচাই করুন। প্রকল্প পরিচালনা করতে উপযুক্ত সফটওয়্যার ব্যবহার করে ডেটা বিশ্লেষণ করা। রেফারেন্সের জন্য স্ট্যান্ডার্ড ডাটাবেজ ব্যবহার করে ডেটা সংরক্ষণ করা।

চাকরির ধরন: পূর্ণকালীন।

কর্মক্ষেত্র: অফিস।

প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা। প্রার্থীকে পর্যবেক্ষণ এবং মূল্যায়ন, ইউএসএআইডি অনুদান প্রকল্পে  সম্পর্কে অভিজ্ঞ হতে হবে। এনজিও সম্পর্কেও প্রার্থীকে জানাশুনা থাকতে হবে।

বয়সসীমা: কমপক্ষে ২৮ বছর। নারী-পুরুষ উভয়ে আবেদনের সুযোগ পাবেন।

নিয়োগের স্থান: খুলনা (দাকোপ), সাতক্ষীরা (শ্যামনগর)।

বেতন: ৬০,০০০-৭০,০০০ টাকা। সুযোগ-সুবিধা: টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ছুটি ২ দিন, গ্র্যাচুইটি, উৎসব বোনাস। এছাড়া প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ২৬ আগস্ট, ২০২৩।

গোনিউজ২৪/আর এ জে

জবস বিভাগের আরো খবর