রোজার জন্য সেহরি খাওয়া কি বাধ্যতামূলক?


ইসলাম ডেস্ক: প্রকাশিত: মে ২১, ২০১৯, ১১:২৯ এএম
রোজার জন্য সেহরি খাওয়া কি বাধ্যতামূলক?

রোজার সাথে সাহরির অবশ্যই সম্পর্ক আছে। তবে রোজা হবার জন্য সাহরি খাওয়া শর্ত নয়। তবে সাহরি খাওয়া সুন্নত। এ ব্যাপারে রাসূল সা. ইরশাদ করেন, ‘তোমরা সাহরি খাও। কেননা, তাতে বরকত রয়েছে।’ (সহীহ মুসলিম ১/৩৫০)

হজরত আমর ইবনুল আস (রা.) হতে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন- ‘আমাদের ও ইহুদি-খ্রিস্টানদের রোজার মাঝে পার্থক্য হলো সাহরি খাওয়া।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৬০৪) অন্য হাদিসে বলা হয়েছে, সাহরি খাওয়া বরকতপূর্ণ কাজ। সুতরাং তোমরা তা পরিত্যাগ করো না। এক ঢোক পানি দিয়ে হলেও সাহরি করো। কারণ, যারা সাহরি খায় আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন এবং তাঁর ফেরেশতারা তাদের জন্য রহমতের দুআ করেন।’ (মুসনাদে আহমদ ৩/১২; মুসান্নাফ ইবনে আবী শায়বা হাদিস : ৯০১০; সহীহ ইবনে হিব্বান ৩৪৭৬) তাই সাহরি না খাবার অজুহাতে রোজা ত্যাগ করা যাবে না।

গো নিউজ২৪/এমআর

ইসলাম বিভাগের আরো খবর