পাগলা মসজিদের দানবাক্সে ৩ মাসে ৮৮লাখ টাকা


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ৭, ২০১৮, ০৮:৫৩ পিএম
পাগলা মসজিদের দানবাক্সে ৩ মাসে ৮৮লাখ টাকা

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ৮৮ লাখ ২৯ হাজার ১৭ টাকা। শনিবার সকাল ৯টায় গণনা শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত।

নগদ টাকা ছাড়াও সিন্দুকে পাওয়া গেছে কিছু সৌদি রিয়াল, অস্ট্রেলিয়ান ডলার, সিঙ্গাপুরি ডলার ও মালয়েশিয়ান রিংগিত। দানের মধ্যে কিছু স্বর্ণালংকারও রয়েছে। গণনার দায়িত্বে থাকা সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ এ তথ্য জানিয়েছেন।

সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদের নেতৃত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও পাগলা মসজিদ কমিটির কর্মকর্তারা গণনার কাজ পর্যবেক্ষণ করেন। 

পাগলা মসজিদে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ছাড়াও দেশের বাইরে থেকেও অনেকেই দান করে থাকেন। এমনকি মুসলিম ধর্মাবলম্বী ছাড়াও অন্য ধর্মের অনুসারীরাও এখানে দান করে থাকেন বলে মসজিদ কমিটির কর্মকর্তারা জানান। 

মানতের অংশ হিসেবে অনেকেই টাকা ও স্বর্ণালংকার ছাড়াও এ মসজিদে গরু, ছাগল, হাঁস, মুরগিও দান করে থাকেন।

উল্লেখ্য, এর আগে গত ৩১ মার্চ সর্বশেষ গণনায় পাওয়া গিয়েছিল ৮৪ লাখ ৯২ হাজার টাকা।

 

গো নিউজ২৪/আই

ইসলাম বিভাগের আরো খবর