ছেলের বাবা কী পাত্রীকে দেখতে পারবেন?


ইসলাম ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৬, ২০১৮, ০৬:০৯ পিএম
ছেলের বাবা কী পাত্রীকে দেখতে পারবেন?

অনেক পরিবারে দেখা যায়, পাত্রী দেখতে গেলে ছেলের পিতাও পাত্রী দেখেন। তারা ভাবেন, ছেলের পিতা তার হবু বৌমা না দেখলে কি হয়? এ কাজটি ঠিক নয়। বিবাহ না হওয়া পর্যন্ত এই মেয়েটি ছেলের পিতার জন্য দেখা জায়েয নেই। হ্যা, বিয়ে হওয়ার পরেই স্বাভাবিকভাবে দেখতে পারবে।

সুতরাং এ কাজটি বর্জন করা উচিত। সাথে সাথে ওলিমার অনুষ্ঠানে কনেকে স্টেজে বসিয়ে আগত নারী-পুরুষ সকল মেহমানকে দেখানো ইত্যাদী সব ধরনের বেপর্দা ও গর্হিত সকল হারাম কাজ থেকে বিরত থাকা জরুরি।

গো নিউজ২৪/এমআর

ইসলাম বিভাগের আরো খবর