আজ আখেরি মোনাজাত হবে আরবি ও বাংলায়


প্রকাশিত: জানুয়ারি ২১, ২০১৮, ০৮:২৪ এএম
আজ আখেরি মোনাজাত হবে আরবি ও বাংলায়

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আজ আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। আখেরী মোনাজাত হবে আরবি ও বাংলায়। এর আগে অনুষ্ঠিত হবে হেদায়াতি বয়ান।

ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বি মাওলানা মো. গিয়াসউদ্দিন জানান, রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত করার কথা রয়েছে। গত পর্বের মতো এ পর্বেও তাবলিগ জামাতের মুরুব্বি বাংলাদেশের কাকরাইল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের আরবি ও বাংলায় আখেরি মোনাজাত পরিচালনা করার কথা রয়েছে। এর আগে তাবলিগ জামাতের প্রয়াত বিশ্ব আমির মো. জোবায়রুল হাসান এবং মাওলানা সা’দ আখেরি মোনাজাত পরিচালনা করেছেন।

তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বিদের পরামর্শের ভিত্তিতে গত পর্বের মতো এ পর্বেও তাবলিগ জামাতের মুরুব্বি বাংলাদেশের কাকরাইল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের আরবি ও বাংলায় আখেরি মোনাজাত পরিচলনা করবেন বলে আশা করা হচ্ছে। 

মোনাজাতে বাংলাদেশসহ সারা দুনিয়ার মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হবে। বিদেশি নিবাসের পূর্বপাশে বিশেষ মোনাজাত মঞ্চ থেকেই এ আখেরি মোনাজাত পরিচালনা করা হবে। আখেরি মোনাজাতে ২০ থেকে ২৫ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিবেন বলে আয়োজকদের ধারণা।

এদিকে গত পর্বের মতো এপর্বেও বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ যৌতুকবিহীন বিয়ে শনিবার অনুষ্ঠিত হয়নি। তাবলিগ জামাতের আগামী ৫৪তম বিশ্ব ইজতেমা ২০১৯ সালের ১৮ জানুয়ারি থেকে  প্রথম পর্ব এবং ২৫ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্ব টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার মুরুব্বি প্রকৌশলী মো. মাহফুজ। 

গো নিউজ২৪/এবি

ইসলাম বিভাগের আরো খবর