শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০১৮, ০২:১৪ পিএম
শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ জন্য ইতোমধ্যে টঙ্গীর তুরাগ নদীর তীরে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছেন ঢাকার একাংশসহ ১৩ জেলার মুসল্লীরা। এদিকে, মুসল্লিদের জন্য নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার ৫৩তম আসরের দ্বিতীয় পর্ব। এতে অংশ নেবে ঢাকার একাংশসহ ১৩ জেলার মানুষ ও বিশ্বের বিভিন্ন দেশের মেহমানরা।

এরই মধ্যে নিজ নিজ জেলার নির্ধারিত জায়গায় অবস্থান নিতে শুরু করেছেন মুসল্লীরা। আল্লাহর নৈকট্য লাভ ও মহানবীর জীবনাদর্শ উপলব্ধি করতেই ইজতেমায় শরীক হচ্ছেন তারা।

দ্বিতীয় পর্বের ইজতেমার জন্য এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুসল্লিদের জন্য নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। সুষ্ঠুভাবেই ইজতেমার দ্বিতীয় পর্বও সম্পন্ন হবে বলে জানালেন আয়োজকরা।

দ্বিতীয় দফা ইজতেমা সফল করতে প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিদেশী মেহমানদর জন্য নেয়া হয়েছে বিশেষ প্রস্ততি, জানালেন জেলা প্রশাসক। আগামী ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার ৫৩তম আসর।

গোনিউজ২৪/কেআর

ইসলাম বিভাগের আরো খবর