তুরাগতীরে শুরু জোর ইজতেমা


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৭, ০২:২২ পিএম
তুরাগতীরে শুরু জোর ইজতেমা

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর তীরে শুরু হয়েছে জোর ইজতেমা। শুক্রবার সকালে ইজতেমা ময়দানে প্রতি বছরের ন্যায় এবারও পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। মুসলিম জাহানের দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ টঙ্গীর বিশ্ব ইজতেমা।  ২১ নভেম্বর দুপুরে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে জোড় ইজতেমার সমাপ্তি ঘটবে বলে জানা যায়।
 
এদিকে টঙ্গীতে দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে আগামী ১২ জানুয়ারি থেকে । ১৯ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে। এক্ষেত্রে ১৪ জানুয়ারি প্রথম পর্বের এবং ২১ জানুয়ারি দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
 
ইজতেমা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বি মাওলানা গিয়াস উদ্দিন আহমেদ জানান,  ইজতেমায় কালেমা, নামাজ, ইমান-আমলসহ ৬ উসুল সম্পর্কে দেশি-বিদেশি শীর্ষ মুরব্বীরা বয়ান করবেন। এজন্য টঙ্গীর তুরাগ তীর সামিয়ানা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। জোড় ইজতেমায় ঢাকা জেলার তাবলিগ জামাতের মুসল্লিসহ দেশি-বিদেশি ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন। ।
 
এছাড়া মুসল্লিদের উদ্দেশে ইজতেমার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হবে। পরবর্তীতে তারা পুনরায় ইসলামের দাওয়াতের কাজে বের হবেন এবং আগামী বছর বিশ্ব ইজতেমার মূল পর্বে শরীক হবেন।

গোনিউজ২৪/কেআর

ইসলাম বিভাগের আরো খবর