জামাত শুরুর আগে ছোঁড়া হয় গুলি


ইসলাম ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০১৭, ০৭:০৯ পিএম
জামাত শুরুর আগে ছোঁড়া হয় গুলি

কিশোরগঞ্জ: শোলাকিয়া ঈদগাহ ময়দানের আকর্ষণীয় ও বিশাল জামাত একই সঙ্গে গৌরবান্বিত করেছে কিশোরগঞ্জকে। বিশাল জামাতের এপার থেকে ওপার অনেক দূরে মনে হয়। পেছন থেকে দেখাই যায় না সবচেয়ে সামনে সারি। এমনই বিশাল।

শোলাকিয়া ময়দানের মূল আয়তন বর্তমানে ৭ একর। শোলাকিয়া মাঠে ২৬৫টি সারির প্রতিটিতে ৫০০ জন করে মুসল্লি দাঁড়ানোর ব্যবস্থা আছে। ফলে মাঠের ভেতর সব মিলিয়ে এক লাখ ৩২ হাজার ৫০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এছাড়া মাঠে স্থান সংকুলান না হওয়ায় ঈদগাহ সংলগ্ন খালি জায়গা, রাস্তা ও নিকটবর্তী এলাকায় দাঁড়িয়ে সমসংখ্যক মুসল্লি এ বৃহত্তম ঈদ জামাতে শরীক হন।

জনসমুদ্রে পরিণত হওয়া ঈদগাহ ময়দানে আগত মুসল্লিদের দৃষ্টি আকর্ষণের জন্য জামাত শুরুর সংকেত হিসেবে এ মাঠের রেওয়াজ অনুযায়ী, জামাত শুরুর ৫ মিনিট আগে ৩টি, ৩ মিনিট আগে ২টি ও ১ মিনিট আগে ১টি শটগানের গুলি ছোঁড়া হয়। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় লাখ লাখ মানুষের আমীন, আমীন রবে মুখরিত হয় চারদিক।

গোনিউজ/এন

ইসলাম বিভাগের আরো খবর