রমজান মাসের গুরুত্বপূর্ণ ৩০ টি আমল


ইসলাম ডেস্ক প্রকাশিত: মে ২৮, ২০১৭, ০৩:৪৯ এএম
রমজান মাসের গুরুত্বপূর্ণ ৩০ টি আমল

রমজান মাসের ত্রিশ রোজা নারী-পুরুষ উভয়ের ওপর ফরজ।রমজান মাসের প্রতিটি মুহূর্তকে যেন কাজে লাগানো যায়, সে প্রচেষ্টা চালানো উচিত। কেননা এ মাস আমলের মাস। ইবাদতের মাস। এটি ইবাদতের বসন্তকাল। এখানে রমজানের ৩০ টি বিশেষ আমল উল্লেখ করা হলো-

[১] সিয়াম পালন করাঃ
[২] সময় মত সালাত আদায় করা
[৩] সহীহভাবে কুরআন শেখা
[৪] অপরকে কুরআনমজিদ পড়া শেখানো
[৫] সাহরী খাওয়া
[৬] সালাতুত তারাবীহ পড়া
[৭] বেশি বেশি কুরআন তিলাওয়াত করা
[৮] শুকরিয়া আদায় করা
[৯] কল্যাণকর কাজ বেশি বেশি করা
[১০] সালাতুত তাহাজ্জুদ পড়া
[১১] বেশি বেশি দান-সদাকাহ করা
[১২] উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা
[১৩] ই‘তিকাফ করা
[১৪] দাওয়াতে দ্বীনের কাজ করা
[১৫] সামর্থ্য থাকলে উমরা পালন করা
[১৬] লাইলাতুল কদর তালাশ করা
[১৭] বেশি বেশি দো‘আ ও কান্নাকাটি করা
[১৮] ইফতার করা
[১৯] ইফতার করানো
[২০] তাওবাহ ও ইস্তেগফার করা
[২১] তাকওয়া অর্জন করা
[২২] ফজরের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করা
[২৩] ফিতরাহ দেয়া
[২৪] অপরকে খাদ্য খাওয়ানো
[২৫] আত্মীয়তার সম্পর্ক উন্নীত করা
[২৬] কুরআন মুখস্থ বা হিফয করা
[২৭] আল্লাহর যিকর করা
[২৮] মিসওয়াক করা
[২৯] একজন অপরজনকে কুরআন শুনানো
[৩০] কুরআন বুঝা ও আমল করা

আল্লাহ আমদের সকলকে রমজানের রহমত, বরকত ও মাগফিরাত পাওয়ার তাওফিক দান করুন- আমিন।


গো নিউজ২৪/এএইচ

ইসলাম বিভাগের আরো খবর