মিসরে কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের হাফেজ মামুন


গো নিউজ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৩, ২০১৭, ১১:৫০ এএম
মিসরে কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের হাফেজ মামুন

মিসরের ধর্ম ও ওয়াকফ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত ২৪তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আবদুল্লাহ আল-মামুন বিশ্বের প্রায় ৭০টি দেশের প্রতিনিধিদের পেছনে ফেলে প্রথম স্থান অধিকারের অনন্য গৌরব অর্জন করেছেন।

গত ৭ এপ্রিল শুরু হওয়া প্রতিযোগিতার ফলাফল বুধবার (১২ এপ্রিল) ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণা করেন মিসরের ধর্মমন্ত্রী মুহাম্মদ মোখতার জুময়া। এ সময় তিনি বিজয়ীদের মাঝে সনদও বিতরণ করেন।

তবে আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় উত্তীর্ণদের নাম ঘোষণা করা হলেও পুরস্কার প্রদান করা হয়নি। নিয়ম অনুযায়ী পবিত্র রমজান মাসে বিজয়ীদের মাঝে মিসরের প্রেসিডেন্ট পুরস্কার প্রদান করবেন।

হাফেজ আবদুল্লাহ আল-মামুন রাজধানী ঢাকার যাত্রাবাড়ীস্থ হাফেজ নাজমুল হাসান কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত তাহফিজুল কুরআন ওয়াস সু্ন্নাহ মাদরাসার ছাত্র। সে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের হিরাকান্দা গ্রামের মো. আবুল বাশারের ছেলে।

গো নিউজ ২৪

ইসলাম বিভাগের আরো খবর