আজ আখেরি মোনাজাত


প্রকাশিত: জানুয়ারি ২২, ২০১৭, ০৭:০৩ এএম
আজ আখেরি মোনাজাত

রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫২তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। 

তবে এবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত করা হতে পারে।

মুসল্লিদের ভোগান্তি কমাতে সময় এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন, ইজতেমা আয়োজক কমিটির অন্যতম মুরুব্বি মাওলানা মো. গিয়াসউদ্দিন। 

তিনি জানান, তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বিদের পরামর্শের ভিত্তিতে তাদের শীর্ষ মুরুব্বি দিল্লির হজরত মাওলানা সা’দ আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে আশা করা হচ্ছে। এতে ২০ থেকে ২৫ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন বলে তাদের ধারণা। 

এদিকে, গত পর্বের মতো দ্বিতীয় পর্বেও গতকাল শনিবার ইজতেমার অন্যতম আকর্ষণ যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়নি।

অপরদিকে, শনিবার মধ্যরাত থেকেই টঙ্গী ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে গাজীপুর জেলা পুলিশ।

এরআগে গত ১৩ থেকে ১৫ জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।

গো নিউজ ২৪/ এস কে 

ইসলাম বিভাগের আরো খবর