আত্মহত্যা প্রসঙ্গে ইসলাম যা বলে


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৮, ২০১৬, ১০:৩৩ এএম
আত্মহত্যা প্রসঙ্গে ইসলাম যা বলে

আত্মহত্যা প্রসঙ্গে ইসলামের অবস্থান অত্যন্ত স্পষ্ট। ইসলাম ধর্ম কোনো অবস্থাতেই এমন কাজ করার অনুমতি দেয়নি। ইসলামের দৃষ্টিতে যে কোনো অবস্থায় কোনো মানুষ আত্মহত্যা করলে তার পরিণাম হবে জাহান্নাম। রাসূলুল্লাহ (সা.) তার সঙ্গে জিহাদে অংশগ্রহণকারী এক আত্মঘাতী সাহাবীকেও জাহান্না‍মি বলে ঘোষণা করেছেন মর্মে বর্ণনা পাওয়া যায়।

 

আত্মঘাতী হামলা ও আত্মহত্যা প্রসঙ্গে পবিত্র কোরআনে কারিমে আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘আর তোমরা নিজেদের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। মানুষের সঙ্গে সদাচরণ কর। নিশ্চয়ই আল্লাহ সদাচরণকারীদের ভালোবাসেন।’- (সূরা বাকারা : ৯৫)

 

উল্লেখিত আয়াতে কারিমায় আল্লাহতায়ালা আত্মহত্যাকে চিরতরে হারাম ঘোষণা করেছেন। এক হাদিসে রাসূলুল্লাহ (‍সা.) বলেছেন, ‘তোমাদের পূর্ববর্তী লোকদের মধ্যে এক ব্যক্তি আঘাতের ব্যথা দুঃসহ বোধ করে আত্মহত্যা করে। দয়াময় আল্লাহতায়ালা তার সম্পর্কে বলেন, আমার বান্দা আমার নির্ধারিত সময়ের পূর্বেই নিজের জীবনের ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। আমি তার জন্য জান্নাত হারাম করলাম।’-সহিহ বোখারি : ১/১৮২

 

আরেক হাদিসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি লৌহাস্ত্র দ্বারা আত্মহত্যা করে জাহান্নামে তাকে লৌহাস্ত্র দ্বারা সর্বক্ষণ শাস্তি দেওয়া হবে।’- (সহিহ বোখারি : ১/১৮২)‍

 

উল্লিখিত কুরআনে কারিমের আয়াত ও হাদিসের আলোচনা দ্বারা আত্মহত্যার বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়ে গেছে। ইসলাম এমন কাজ থেকে মানুষকে বিরত থাকতে আদেশ দিয়েছে। সেই সঙ্গে এ কাজের কঠিন শাস্তির কথাও ব্যাপক আকারে উল্লেখ করা হয়েছে। এসব আলোচনা দ্বারা স্পষ্ট হয় যে, আত্মহত্যাকারী নিঃসন্দেহে জাহান্নামি।

 

গো নিউজ২৪/জা আ 

ইসলাম বিভাগের আরো খবর