ভারত-আফগানিস্তানসহ ‘লাল তালিকা’ভুক্ত দেশ ভ্রমণে শাস্তি দেবে সৌদি আরব


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ০৮:৩২ এএম
ভারত-আফগানিস্তানসহ ‘লাল তালিকা’ভুক্ত দেশ ভ্রমণে শাস্তি দেবে সৌদি আরব

ভারত-পাকিস্তানসহ কোভিড-১৯ এর সংক্রমণে লাল তালিকাভুক্ত দেশগুলোতে ভ্রমণ করলে নাগরিকদের শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, সিরিয়া, লেবানন, ইয়েমেন, ইরান, তুরস্ক, আর্মেনিয়া, ইথিওপিয়া, সোমালিয়া, কঙ্গো, আফগানিস্তান, ভেনিজুয়েলা, বেলারুশ, ভারত ও ভিয়েতনামে কোনো সৌদি নাগরিক ভ্রমণ করলে তাদের তিন বছরের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।পাশাপাশি রাখা হয়েছে জরিমানার বিধান।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ’র প্রতিবেদনে বলা হয়েছে, নিষিদ্ধ দেশগুলোতে ভ্রমণ কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেদের স্পষ্ট লঙ্ঘন।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সম্প্রতি করোনার নতুন ভ্যারিয়েন্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় 
লাল তালিকাভুক্ত দেশগুলোতে ভ্রমণের ব্যাপারে দেশটির নাগরিকদের সতর্ক করেছেন।

সর্বশেষ তথ্যানুযায়ী দেশটিতে এ পর্যন্ত ৫ লাখ ২০ হাজার ৭৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ১১ হাজার ১৩৬। এ পর্যন্ত দেশটিকে করোনায় মারা গেছেন ৮ হাজার ১৮৯ জন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর