সু চির ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২১, ১০:৫০ এএম
সু চির ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

সেনা অভ্যুত্থানে গ্রেপ্তার মিয়ানমারের নেত্রী অং সান সু চির আরও এক ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) একটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স।

গ্রেপ্তার কিউয় টিন্ট সুই সু চির অধীনে স্টেট কাউন্সিলর অফিসের মন্ত্রী ছিলেন।

এনএলডির তথ্য কমিটির সদস্য কি টো জানান, কিউয়সহ সু চির দলের চারকর্মীকে রাতে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে।

গত ৮ নভেম্বরের জাতীয় নির্বাচনে সু চির দল এনএলডি নিরঙ্কুশ জয় পায়। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য যেখানে ৩২২টি আসনই যথেষ্ট, সেখানে এনএলডি পেয়েছিল ৩৪৬টি আসন।

এনএলডি নিরঙ্কশ জয় পেলেও সেনাবাহিনী সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) ভোটে প্রতারণার অভিযোগ তুলে ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। তারা নতুন করে নির্বাচন আয়োজনের দাবি তোলে। যদিও ইউএসডিপি ৭১টি আসনে জয় পেয়েছে।

গত পহেলা ফেব্রুয়ারি থেকে নতুন পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। তবে ওইদিন ভোরে অং সান সু চি ও দেশটির প্রেসিডেন্টসহ এনএলডির শীর্ষ বেশ কিছু নেতাকে গ্রেপ্তারের পর এক বছরের জন্য মিয়ানমারে জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী।

সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের পর গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর ও গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে আন্দোলনে নামে সাধারণ মানুষ। কিছু এলাকায় বলপ্রয়োগ করেছে কর্তৃপক্ষ।

গোনিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর