শেষ কর্মদিবসে ১০০ জনকে ক্ষমার প্রস্তুতি ট্রাম্পের


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২১, ১২:২৭ পিএম
শেষ কর্মদিবসে ১০০ জনকে ক্ষমার প্রস্তুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে থাকার শেষ পূর্ণ কর্মদিবসে মঙ্গলবার প্রায় ১০০ জনকে সাধারণ ক্ষমার প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এদিনই এ সংক্রান্ত নথিতে সই করবেন তিনি।

ট্রাম্প প্রশাসনের তিনজন কর্মীর বরাতে এতথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন জো বাইডেন; সে হিসেবে এর আগের দিন মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পের শেষ পূর্ণ কর্মদিবস।

ট্রাম্প দণ্ডপ্রাপ্ত প্রায় ১০০ জনকে দণ্ড মওকুফ, বিচার থেকে দায়মুক্তি এবং দণ্ড কমানোর আদেশ দেবেন। তিনি ২০ জানুয়ারি দুপুরে নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার আগপর্যন্ত সাধারণ ক্ষমাপত্রে সই করতে পারবেন।

সিএনএন জানিয়েছে, কারা কারা এই সাধারণ ক্ষমার আওয়ায় আসবেন সে ব্যাপারে হোয়াউট হাউসে একটি বৈঠক হয় রোববার। এতেই নাম চূড়ান্ত হয়েছে।

গত ৩ নভেম্বর নির্বাচনে হেরে যান ডোনাল্ড ট্রাম্প। এর পর থেকেই নিজস্ব লোকজনকে সাধারণ ক্ষমা করতে শুরু করেন তিনি। তবে তার সমর্থকরা ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে সহিংসতায় জড়ালে ট্রাম্পের সাধারণ ক্ষমা ঘোষণা থেমে যায়।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর