সাড়ে তিন লাখ টাকায় মিলল ড্রাইভিং লাইসেন্স!


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২১, ১২:৩৮ পিএম
সাড়ে তিন লাখ টাকায় মিলল ড্রাইভিং লাইসেন্স!

গাড়ি চালানোর লাইসেন্স পেতে পৃথিবীর সব দেশেই উত্তীর্ণ হতে হয় ড্রাইভিং টেস্টে। আগ্রহীদের বেশিরভাগই এ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেও ব্যর্থ হন কিছু মানুষ। দু-চার বা দশবারের চেষ্টায় না পেয়ে অনেকেই হাল ছেড়ে দেন। তাই বলে ১৫৭ বার ব্যর্থ হয়েও কেউ আবার লাইসেন্স পাওয়ার চেষ্টা করেন, এমন নজির হয়ত এবারই প্রথম।

এমন ঘটনা ঘটিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্রিটিশ নাগরিক। অবশেষে ১৫৮তম পরীক্ষার পর তিনি পেয়েছেন সাধের ড্রাইভিং লাইসেন্স!

সংশ্লিষ্ট দফতরের হিসাব অনুযায়ী, এতবার পরীক্ষার জন্য ওই ব্যক্তিকে ব্যয় করতে হয়েছে তিন হাজার ব্রিটিশ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে তিন লাখ টাকা)

জানা গেছে, লাইসেন্স পাওয়ার জন্য প্রায় কাছাকাছি সংখ্যকবার পরীক্ষায় বসতে হয়েছে আরেক ব্রিটিশ নারীকে। ১১৭ বার চেষ্টা করার পরে এখনও তিনি যোগ্যতা অর্জন করতে পারেননি। আরেক ব্যক্তি সফল হয়েছেন ৭২ বারের প্রচেষ্টায়।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর