হঠাৎ কমে গেল স্বর্ণের দাম


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ৯, ২০২০, ০৯:১৭ পিএম
হঠাৎ কমে গেল স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে। শুক্রবার থেকে হঠাৎ করে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে। এর আগে টানা বেশ কিছুদিন সোনার দাম বেড়েছে। তবে আন্তর্জাতিক বাজারে কমলেও বাংলাদেশের বাজারে এখনো সোনার দাম অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন: নতুন নিয়মে এবার সরকারি চাকরিজীবীদের বেতন-পেনশন!

গত ২ আগস্ট প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ১০ ডলার। পরদিন বেড়েছে ২ ডলার, ৪ আগস্ট বেড়েছে ৩৯.৬৫ ডলার আর ৫ আগস্ট প্রতি আউন্স সোনার দাম বাড়ে ২৭.১৫ ডলার। ৬ আগস্ট সোনার বাজার থামে ২০৬৫.৪১ ডলারে। এদিন প্রতি আউন্স সোনার দাম বাড়ে ২৩.৩০ ডলার।

শুক্রবার হঠাৎ করে সোনার দাম প্রায় ৪২ ডলার কমে ২০২৮.১১ ডলারে বিক্রি হয়। এদিন একবারের জন্যও আগের দিনের দাম পার করতে পারেনি সোনা। গোল্ড প্রাইসের সরাসরি হাল নাগাদ পরিসংখ্যান থেকে এই তথ্য পাওয়া গেছে।

গোনিউজ২৪/এন

আন্তর্জাতিক বিভাগের আরো খবর