মার্কিন যুদ্ধজাহাজে আগুন


নিউজ ডেস্ক: প্রকাশিত: জুলাই ১৩, ২০২০, ০৫:৫৭ পিএম
মার্কিন যুদ্ধজাহাজে আগুন

মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগো ঘাঁটিতে স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৮টার দিকে জাহাজটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

সান ডিয়াগো ফায়ার-রেসক্যু বিভাগ তাদের প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় সকাল প্রায় সাড়ে ৮টার দিকে যুদ্ধজাহাজটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, পরে আগুন ছড়িয়ে পড়ে একটি বিস্ফোরণও ঘটে।

রয়টার্স জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য জাহাজটিকে বন্দরে রাখা হয়েছিল। আগুনে যুদ্ধজাহাজ ইউএসএস বনহোম রিচার্ডের নাবিকরা ‘সামান্য আহত’ হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সন্ধ্যায় রিয়ার অ্যাডমিরাল ফিলিপ সোবেক সাংবাদিকদের জানান, আহত সৈন্যদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

এক বিবৃতিতে বলেছে মার্কিন নৌবাহিনী বলেছে, আহত ১৭ জন নাবিক ও চার জন বেসামরিককে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের জখমে প্রাণ সংশয়ের হুমকি নেই।

পেন্টাগনের মার্কিন নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল চার্লস ব্রাউন বলেন, আহত নাবিকদের বেশিরভাগেরই শরীরের সামান্য অংশ পুড়ে গেছে।

গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে রণতরীটিতে ভয়াবহ আগুন ও ঘন কালো ধোঁয়া অনেক উঁচুতে উঠে যেতে দেখা গেছে।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর