মালয়েশিয়ায় মরিচ গাছ লাগানোয় বাংলাদেশির জেল


নিউজ ডেস্ক: প্রকাশিত: জুলাই ১৩, ২০২০, ০৪:৩৫ পিএম
মালয়েশিয়ায় মরিচ গাছ লাগানোয় বাংলাদেশির জেল

মালয়েশিয়ায় অনুমতি ছাড়া জমিতে মরিচের গাছ লাগানোর দায়ে মো. ফারুক হোসেন নামের এক বাংলাদেশি প্রবাসীর জেল দিয়েছে দেশটির আদালত। বনায়ন আইনে আট হাজার রিঙ্গিত জরিমানা দিতে ব্যর্থ হওয়ায় এ জেল দেয়া হয় তাকে। 
শুক্রবার দেশটির একটি আদালতের বিচারক আহমদ ফয়জাদ ইয়াহিয়া এ রায় দেন।

ওই মামলাটি পরিচালনা করেছেন পাহাং রাজ্য বনায়ন বিভাগের ডেপুটি পাবলিক প্রসিকিউটর আফিদাতুল কামারুলানার।

আদালত সূত্র জানায়, ক্যামেরন হাইল্যান্ডসের সুনগাই কিয়াল ফরেস্ট রিজার্ভে বিনা অনুমতিতে জমিতে মরিচ গাছ লাগান ওই বাংলাদেশি। পরে বনায়ন আইনে ওই বাংলাদেশিকে অভিযুক্ত করে রাউব দায়রা আদালতে হাজির করা হয়। পরে অভিযুক্ত বাংলাদেশিকে বনায়ন আইনে আট হাজার রিঙ্গিত জরিমানা করেছে আদালত। অনাদায়ে জেলের আদেশও দেয়া হয়।

এদিকে হারিয়ান মেট্রোতে প্রকাশিত খবরে বলা হয়েছে, ক্যামেরুন পার্বত্য অঞ্চলের সুনগাই কিয়াল বন রিজার্ভের জমিতে বিনা অনুমতিতে এক হাজার ৮০০টি মরিচ গাছ লাগান বলে অভিযোগ উঠে বাংলাদেশি মো. ফারুকের বিরুদ্ধে। এতে জমি নষ্টের অভিযোগ আনা হয়।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর