বিশ্বে ৮২ হাজার ছাড়াল মৃত্যু, উহানে লকডাউন প্রত্যাহার


নিউজ ডেস্ক: প্রকাশিত: এপ্রিল ৮, ২০২০, ০৩:৫৪ পিএম
বিশ্বে ৮২ হাজার ছাড়াল মৃত্যু, উহানে লকডাউন প্রত্যাহার

টানা ৭৬ দিন পর লকডাউন উঠেছে করোনাভাইরাসের উৎপত্তিস্থল চিনের হুবেই প্রদেশের উহান থেকে। গত বছরের ডিসেম্বরের শেষদিকে কোভিড-১৯ নামে এই ভাইরাস প্রথম হানা দিয়েছিল এই উহানেই। লকডাউন উঠতেই আটকে পড়া পর্যটকরা উহান ছাড়তে শুরু করেছেন।

বুধবার মধ্যরাত থেকে সকল বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মানুষ এখন নির্বিঘ্নে চলাচল করতে পারবে। 

এর আগে রাজধানী উহান বাদে হুবেই প্রদেশে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে কর্তৃপক্ষ। করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পরপরই বেইজিং কর্তৃপক্ষ শহরটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। ঘরবন্দি করে রাখে ১ কোটিরও বেশি মানুষকে।

এদিকে প্রতিদিনই একের পর এক গণ্ডি পেরিয়ে যাচ্ছে করোনায় মৃত্যু আর সংক্রমণের সংখ্যা। গোটা বিশ্বে এখন ১৪ লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন। মৃত্যু হয়েছে ৮২ হাজারের বেশি মানুষের।

করোনা সংক্রমণ যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আমেরিকায়। গোটা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা এখন চার লক্ষ ছুঁই ছুঁই। আমেরিকাতেই মৃতের সংখ্যা এখন ১৩ হাজারের কাছাকাছি। এ ছাড়া করোনায় ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে স্পেন, ফ্রান্স ও ইটালিতেও। তবে বাকি দেশগুলির কোথাওই সংক্রমণের সংখ্যাটা আমেরিকার ধারে কাছে পৌঁছয়নি।

তবে এখনও পর্যন্ত করোনার হানায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ইটালি। সেখানে ১৭ হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন। মৃতের সংখ্যার দিক থেকে ইটালির কাছাকাছিই রয়েছে স্পেন। সেখানে আক্রাম্তের সংখ্যা দেড় লক্ষের নীচে রয়েছে। তবে মৃতের সংখ্যা এখনই ১৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। করোনার গ্রাসে ফ্রান্সও। সেখানে লক্ষাধিক মানুষ সংক্রমণের শিকার হয়েছেন। ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ফ্রান্সে। জার্মানিতে মৃতের সংখ্যা এখনও পর্যন্ত হাজার দু’য়েক। কিন্তু সেখানে হু হু করে বাড়ছে সংক্রমণ।

এ দিকে বুধবার টানা ৭৬ দিন পর লকডাউন উঠেছে চিনের হুবেই প্রদেশের উহান থেকে। গত বছরের নভেম্বরের শেষাশেষি কোভিড-১৯ নামে এই ভাইরাস প্রথম হানা দিয়েছিল এই উহানেই। লকডাউন উঠতেই আটকে পড়া পর্যটকরা উহান ছাড়তে শুরু করেছেন।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর