করোনায় আক্রান্ত বরিস জনসন ‘আইসিইউতে’


নিউজ ডেস্ক: প্রকাশিত: এপ্রিল ৬, ২০২০, ০৪:২০ পিএম
করোনায় আক্রান্ত বরিস জনসন ‘আইসিইউতে’

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউতে অক্সিজেন সাপোর্টে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আইসোলেশনে থাকার ১০দিন পরেও তার শরীরে করোনার লক্ষণ বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী অসুস্থ হলেও সরকারের প্রধান হিসেবে তিনিই দায়িত্ব পালন করবেন।

ব্রিটিশ সরকারের একটি সূত্র বলছে, রোববার রাতে হাসপাতালেই ছিলেন প্রধানমন্ত্রী জনসন। আরও কয়েকদিন তাকে হাসপাতালেই থাকতে হচ্ছে। গত মাসের শেষের দিকে করোনা পজেটিভ হওয়ায় আইসোলেশনে ছিলেন জনসন।

কিন্তু রোববার রাতে তার শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়। তার ব্যক্তিগত চিকিৎসক বলছেন যে, জনসনের আরও বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে।

গত ২৭ মার্চ বরিস জনসনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। ব্রিটিশ সরকারের প্রথম কোনো শীর্ষস্থানীয় নেতা হিসেবে তিনিই প্রথম করোনায় আক্রান্ত হন।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর