করোনা হটলাইনে ফোন করে শিঙাড়া খাওয়ার আবদার


নিউজ ডেস্ক: প্রকাশিত: মার্চ ৩১, ২০২০, ০৬:১৭ পিএম
করোনা হটলাইনে ফোন করে শিঙাড়া খাওয়ার আবদার

করোনাভাইরাস মোকাবিলায় হটলাইনে খুলেছে ভারতের বিভিন্ন সরকারি দপ্তর। সে রকমই একটি হটলাইনে ফোন করে শিঙাড়া খাওয়ার আবদার করে উত্তরপ্রদেশের এক ব্যক্তি। এমন কর্মকাণ্ডের জন্য তাকে দিয়ে নালা পরিষ্কার করায় কর্তৃপক্ষ।

আনন্দবাজার পত্রিকা জানায়, রামপুরের ওই বাসিন্দার ইচ্ছা পূরণ করা হয়েছিল। শিঙাড়া খাওয়ানোর পর তাকে দিয়ে নালাও পরিষ্কার করায় জেলা প্রশাসন কর্তৃপক্ষ।

শনিবার রামপুর জেলা প্রশাসকের টুইটার হ্যান্ডল থেকে সেই ঘটনা ও ছবি শেয়ার করা হয়েছে শনিবার। সেই পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

ওই পোস্টে জানানো হয়, ফোন করে ওই ব্যক্তি চারটি শিঙাড়া পৌঁছে দিয়ে যাওয়ার জন্য বলছিলেন। তাকে ফোন করে এ সব বলতে নিষেধ করা হয়েছিল। কিন্তু তা না শুনে বারবার ফোন করতে থাকেন তিনি। শেষে বিরক্ত হয়ে তার জন্য শিঙাড়া নিয়ে যাওয়া হয় । কিন্তু এ রকম দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য তাকে দিয়ে নালা পরিষ্কার করানো হয়।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর