নওয়াজ শরিফকে ‘পলাতক’ ঘোষণা


নিউজ ডেস্ক: প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২০, ০৬:২৬ পিএম
নওয়াজ শরিফকে ‘পলাতক’ ঘোষণা

জামিনের মেয়াদ বাড়ানোর জন্য জরুরি মেডিকেল রিপোর্ট জমা দেননি আদালতে। তাই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ‘পলাতক’ ঘোষণা করা হয়েছে। পাক দৈনিক ‘দ্য ডন’ বুধবার এই খবর দিয়েছে।

প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে ইসলামাবাদে ক্যাবিনেট পর্যায়ের বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পাক দৈনিকটির খবর।

খবরে বলা হয়েছে, নওয়াজ শরিফ গুরুতর অসুস্থ জানিয়ে গত নভেম্বরে লাহোর হাইকোর্টে জামিনের আর্জি জানিয়েছিলেন। জানিয়েছিলেন চিকিৎসার জন্য তাকে লন্ডনে যেতে হবে। আদালত শরিফের সেই আর্জি মেনে নিয়ে তাকে চার সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছিল। তার পর নভেম্বরেই লন্ডনে চলে যান শরিফ।

শরিফের চিকিৎসক জানিয়েছেন, তার মক্কেল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ভুগছেন মাল্টি-ভেসেল করোনারি আর্টারি ডিজিজ ও মাইয়োকার্ডিয়ামে। তার অস্ত্রোপচারের প্রয়োজন। তাই শরিফের জামিনের মেয়াদ বাড়ানো দরকার। তার জন্য শরিফকে মেডিকেল রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। কিন্তু শরিফের তরফে সেই রিপোর্ট এখনও জমা পড়েনি। তাই পাক সরকার আদালতে শরিফের জামিনের আর্জির বিরোধিতার সিদ্ধান্ত নিয়েছে। তার আগে শরিফকে ‘পলাতক’ ঘোষণা করা হয়েছে।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর