জ্বলছে দিল্লি, মধ্যরাতে বসল হাইকোর্ট


নিউজ ডেস্ক: প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২০, ০৫:০৭ পিএম
জ্বলছে দিল্লি, মধ্যরাতে বসল হাইকোর্ট

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে জ্বলছে দিল্লি।  সিএএ’র পক্ষে ও বিপক্ষে বিক্ষোভকারীদের সংঘর্ষে বেড়েই চলেছে মৃতের সংখ্যা।  বুধবার শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষে ২৩ জন মারা গেছেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। আহত হয়েছেন অন্তত ২০০ জন। 

এদিকে সংঘর্ষ থামাতে ব্যবস্থা নিতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে বসেছে দিল্লির হাইকোর্ট।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, দিল্লির চলমান সংঘর্ষ এড়াতে মঙ্গলবার রাত ১২টা ৩০ মিনিটে বিশেষ বৈঠকে বসেন দিল্লি হাইকোর্ট।

বিচারপতি এস মুরলীধরের বাড়িতে শুনানি করেন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ।  জরুরি ভিত্তিতে হওয়া ও শুনানিতে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ প্রদান করেন দিল্লি হাইকোর্ট।

দিল্লি পুলিশকে তাদের সব শক্তিকে কাজে লাগানোর কথা বলেছেন আদালত।  আহতদের চিকিৎসায় কী ব্যবস্থা নেওয়া হলো তাও আদালতকে জানাতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর