করোনা ভাইরাসে ইউরোপে প্রথম মৃত্যু


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২০, ০৫:৫২ পিএম
করোনা ভাইরাসে ইউরোপে প্রথম মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম ইউরোপের দেশ ফ্রান্সে এক নারীর মৃত্যু হয়েছে। তার মৃত্যুর বিষয়টি ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে বলে সংবাদ প্রকাশ করেছে সংবাদ মাধ্যম ‘ডেইলি মেইল’।   

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অ্যাগনেস বুজইয়ানেকে বলেন, ৮০ বছর বয়সী ওই নারী চীনের নাগরিক।  গত জানুয়ারিতে তিনি ফ্রান্স ভ্রমণে এসেছিলেন।  দক্ষিণ-পূর্ব এশিয়ার পরাশক্তি চীনের উহান রাজ্যে প্রাণঘাতি এই ভাইরাস ছড়িয়ে পড়ার পর প্রথমবারের মতো ইউরোপে এ ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হলো। 

এর আগে যুক্তরাষ্ট্র, জাপান ও ফিলিপাইনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। 

মহামারী করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৩৩ জনে। এ রোগে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন ১৪৩ জন, আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৬৪১ জন। এতে আক্রান্তের সংখ্যা ঠেকেছে ৬৬ হাজার ৪৯২ জনে। 

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর