চীন থেকে নাগরিকদের দেশে ফেরাবেন না : বিশ্ব স্বাস্থ্য সংস্থা


নিউজ ডেস্ক: প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২০, ০৭:৪৪ পিএম
চীন থেকে নাগরিকদের দেশে ফেরাবেন না : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে বিভিন্ন দেশ যেন চীন থেকে তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে না নেয়, সে ব্যাপারে নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 

করোনা ভাইরাস যেন বিশ্বব্যাপী ছড়িয়ে না পড়ে, সেই লক্ষ্যেই এ ধরনের বার্তা দিয়েছে সংস্থাটি।

ডব্লিউএইচও বলছে, আমরা লক্ষ করেছি, কিছু দেশ নিজেদের নাগরিকদের চীন থেকে প্রত্যাহার করে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। ডব্লিউএইচও সেই সিদ্ধান্তকে সমর্থন করে না। বর্তমান পরিস্থিতিতে আমাদের শান্ত থাকা উচিত এবং অত্যধিক প্রতিক্রিয়া দেখানোর দরকার নেই। মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য চীন সরকারের ক্ষমতায় বিশ্বাস রয়েছে ডব্লিউএইচও'র।

বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়া ঠেকাতে চীন সরকারের গৃহীত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং সে দেশের সরকারের ওপর আস্থার কথা জানিয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত একশ ছয় জনের প্রাণহানি ঘটেছে। সারাবিশ্বে সাড়ে চার হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জানা গেছে, ১৭টি দেশে চীনের করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

এমন অবস্থায় বাংলাদেশসহ চীনে অবস্থান করা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা নিজ দেশে ফিরে আসতে চাইছেন। বাংলাদেশ সরকার ইতোমধ্যে চীনের উহান শহরে থাকা ৫ শতাধিক বাংলাদেশিদের মধ্যে যারা ফিরে আসতে চান তাদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেছে। তাদের ফিরিয়ে আনতে প্রস্তুত রয়েছে বিমানের বিশেষ ফ্লাইট।তবে  আগামী ৬ ফেব্রুয়ারির আগে তারা দেশে ফিরতে পারবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর