ভূমিকম্পে নিহতের কফিন বহন করলেন এরদোগান


নিউজ ডেস্ক: প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২০, ০৫:৫৫ পিএম
ভূমিকম্পে নিহতের কফিন বহন করলেন এরদোগান

তুরস্কে ভয়াবহ এক ভূমিকম্পে এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে ভূমিকম্প কবলিত এলাকায় শনিবার পরিদর্শনে যান তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোগান।

এদিন তিনি ভূমিকম্পে নিহত এক মা ও তার ছেলের জানাজায় অংশ নেন। পরে তাদের কফিন বয়েও নিয়ে যান। এসময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তার দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। ভূমিকম্প মোকাবিলায় তুরস্কের পূর্ব প্রস্তুতি ছিল না এমন অভিযোগের দিকে ইঙ্গিত করে এরদোগান এ কথা বলেন। 

তুর্কি প্রেসিডেন্ট বলেন, গুজবে কান দেবেন না, কারও নেতিবাচক, পরস্পরবিরোধী প্রোপাগান্ডা শুনবেন না এবং জেনে রাখুন আমরা আপনাদের চাকর।

তুরস্কের জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, শুক্রবার রাতে ৬.৮ মাত্রার ওই ভূমিকম্পের পর আরও ৩৯৮টি আফটারশক অনুভূত হয়। এগুলোর মধ্যে ৫.৪ ও ৫.১ মাত্রার কম্পনও ছিল।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর