কারাবন্দি কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রীর ছবি ভাইরাল


নিউজ ডেস্ক: প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২০, ০৮:৩৪ পিএম
কারাবন্দি কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রীর ছবি ভাইরাল

চেহারায় সেই ঝকঝকে ভাবটা আর নেই। বরং চোখের কোণে বলিরেখাটা যেন আরও গভীর হয়েছে। বুক ছুঁইছুঁই কাঁচা পাকা দাড়ির মধ্যে হাসিটা টিকিয়ে রেখেছেন বটে, তবে দু’চোখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। বন্দিদশা থেকে ভারতের জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার এমন ছবিই এ বার সামনে এল।

উপত্যকা প্রশাসনের তরফে শনিবার ছবিটি প্রকাশ করা হয়েছে। ছবিতে গাঢ় নীল রঙের জ্যাকেট এবং টুপি পরে বরফের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ওমরকে। গুঁড়ো গুঁড়ো বরফে দুই কাঁধ ঢেকে গিয়েছে তার। বরফ পড়েছে মাথাতেও। সেই অবস্থাতেই ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন তিনি। খবর আনন্দবাজার।

মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট

এদিকে ছবিটি সামনে আসতেই তা নিয়ে টুইট করেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য সামনে আসা ওমরের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘‘এই ছবিতে ওমরকে চিনতেই পারিনি আমি। খুব কষ্ট হচ্ছে আমার। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে, আমাদের গণতান্ত্রিক দেশে এমনটা হচ্ছে। এ সব কবে শেষ হবে? ’’

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করার পর গত ৫ অগস্ট ওমর আবদুল্লাকে আটক করে ভারত সরকার। তার পর ছ’মাস কাটতে চলল। এখনও শ্রীনগরের হরি নিবাসে বন্দি হয়ে রয়েছেন তিনি। উপত্যকার আর অন্য দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমরের বাবা ফারুখ আবদুল্লাও বন্দি রয়েছেন। 

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর