ভারতে রাতের অন্ধকারে নারীদের ওপর পুলিশের হামলা


নিউজ ডেস্ক: প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২০, ০৪:২৩ পিএম
ভারতে রাতের অন্ধকারে নারীদের ওপর পুলিশের হামলা

বিতর্কিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে আন্দোলনরত নারীদের ওপর রাতের অন্ধকারে হামলা চালিয়েছে ভারতীয় পুলিশ। মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশে যোগী সরকারের পুলিশ এ হামলা চালায় বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

এরইমধ্যে হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

খবরে বলা হয়, বিক্ষোভকারীদের হঠাতে যোগীর পুলিশের বিরুদ্ধে দমননীতি প্রয়োগের অভিযোগ আগেও উঠেছে। রাতের অন্ধকারে লেপ-কম্বল কেড়ে নেয়ার পর এবার নারী বিক্ষোভকারীদের লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে।

দিল্লির শাহিনবাগের অনুপ্রেরণায় সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে পথে নেমেছেন উত্তরপ্রদেশের নারীরাও গত কয়েক দিন ধরে লখনৌ, ঘণ্টাঘরসহ বেশ কিছু এলাকায় অবস্থান বিক্ষোভ করছেন তারা।

মঙ্গলবার বিকালে এটাওয়ার পচরাহায় প্রায় ১৫০ নারী জড়ো হন। সন্ধ্যার পর সংখ্যাটা বেড়ে প্রায় ৫০০ হয়। তাদের ওপর নজর রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে এটাওয়া প্রশাসন।

কিন্তু শুধু নজরদারি চালানোর বদলে পুলিশ বিক্ষোভকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে নারী বিক্ষোভকারীদের টেনেহিঁচড়ে হঠানোর চেষ্টা করতে দেখা গেছে পুলিশকে।

এমনকি বিক্ষোভস্থল থেকে মারতে মারতে তাদের বের করে দিতেও দেখা গেছে ওই ভিডিওতে।

একটি ভিডিওতে দেখা গেছে, ভিড়ের মধ্যে ঢুকে টেনেহিঁচড়ে প্রতিবাদীদের সরানোর চেষ্টা করছে পুলিশ। বাধা দিতে গেলে প্রতিবাদীদের ধাক্কা মেরে ফেলেও দেয়া হয়।

আরেকটি ভিডিওতে দেখা গেছে, সরু গলি দিয়ে প্রতিবাদীদের বের করে নিয়ে যাওয়ার সময় রীতিমতো তাদের তাড়া করছে পুলিশ। লাঠি দিয়ে মারা হচ্ছে তাদের।

ভিডিও দেখুন এখানে

https://twitter.com/MahilaCongress/status/1219844489767878662?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1219844489767878662&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fnational%2Futtar-pradesh-police-accused-of-beating-up-women-protesters-during-rally-against-rally-dgtl-1.1098869

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর