‘কাগজ আমরা দেখাবো না’


নিউজ ডেস্ক: প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২০, ০৬:১৫ পিএম
‘কাগজ আমরা দেখাবো না’

ভারতের বিশিষ্টজনদের অনেকেই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে মুখ খুলেছেন। কেউ কেউ মুখ বুজেও রয়েছেন। কিন্তু পশ্চিমবঙ্গের সুশীল সমাজের যারা মুখ খুলেছেন সিএএ নিয়ে, তাদের সিংহ ভাগই এই নতুন আইনের বিরুদ্ধে। 

সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় আসা এক ভিডিও সন্ধ্যার মধ্যে ভাইরাল হয়ে যায়। সব্যসাচী চক্রবর্তী থেকে সুমন মুখোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় থেকে স্বস্তিকা মুখোপাধ্যায়— সিএএর বিরোধিতায় সবাই বলছেন— ‘কাগজ দেখাব না’।

সপ্তাহ দুয়েক আগেই ভারত জুড়ে ভাইরাল হয়েছিল লেখক বরুণ গ্রোভারের একটা ভিডিও। হম কাগজ নহি দিখায়েঙ্গে— সিএএ এবং এনআরসির বিরোধিতা করে বরুণ গ্রোভার আবৃত্তি করছিলেন। সেই কবিতারই করা হয়েছে বাংলায়। তার পরে অভিনেতা থেকে লেখক, নাট্য ব্যক্তিত্ব থেকে গায়ক—পশ্চিম বঙ্গের সুশীল সমাজের এক ঝাঁক উজ্জ্বল মুখ ক্যামেরার সামনে দাঁড়িয়ে গলা মিলিয়েছেন সে কবিতায়।

ভিডিও দেখুন এখানে

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর