মার্কিন সেনা প্রত্যাহারের খবরে যা বললো কুয়েত


নিউজ ডেস্ক: প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২০, ০৬:১৭ পিএম
মার্কিন সেনা প্রত্যাহারের খবরে যা বললো কুয়েত

কুয়েতের আরিফজান সামরিক ঘাঁটি থেকে সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের খবর প্রকাশিত হয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুয়েত নিউজ এজেন্সির (কেইউএনএ) টুইটারে। তবে খবরটি সত্য নয় বলে জানিয়েছে কুয়েত কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় ওই সংবাদমাধ্যমের টুইটার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে বলে জানানো হয়েছে দেশটির তরফে।

এর আগে কুয়েত থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের একটি খবর ছড়িয়ে পড়ে। কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুয়েত নিউজ অ্যাজেন্সির টুইটার অ্যাকাউন্টে দেশটি থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের খবর দেয়ার পর তা নিয়ে গুঞ্জন শুরু হয়।

কুয়েত নিউজ এজেন্সির খবর

খবরে বলা হয়, কুয়েতের আরিফজান সামরিক ঘাঁটি থেকে সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কুয়েত কর্তৃপক্ষকে একটি চিঠি পাঠানো হয়েছে। 

কুয়েতের প্রতিরক্ষামন্ত্রীর বরাতে খবরে আরও বলা হয়, আরিফজান সামরিক ঘাঁটি থেকে তিন দিনের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পেয়েছেন তারা। বুধবার ক্যাম্পের মার্কিন অধিনায়কের কাছ থেকে এ চিঠি প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্রহণ করে বলে জানায় কেইউএনএ।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর