ব্রিটিশ নির্বাচনে এগিয়ে কনজারভেটিভ পার্টি


নিউজ ডেস্ক: প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৯, ০৯:৫৯ এএম
ব্রিটিশ নির্বাচনে এগিয়ে কনজারভেটিভ পার্টি

যুক্তরাজ্যে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত দশটায় ভোটগ্রহণ শেষে প্রায় ২০ হাজার বুথ ফেরত ভোটারের মতামতের ওপর জরিপ প্রকাশ করেছে বিবিসি, আইটিভি ও স্কাই নিউজ।

প্রকাশিত জরিপ অনুযায়ী, ভোটে বরিস জনসনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি এগিয়ে আছে। সব আসনের ভোট গণনা শেষ হলে দলটি ৩৬৮টি আসনে জয়ী হবার সম্ভাবনা রয়েছে যা ২০১৭ সালের নির্বাচনে প্রাপ্ত আসনের চেয়ে ৫০টি বেশি।

অন্যদিকে বিরোধী দল লেবার পার্টি পেতে যাচ্ছে ১৯১টি আসন। এছাড়া লিবারেল ডেমোক্র্যাট (লিবডেম) পার্টি পাচ্ছে ১৩টি, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি) ৫৫টি, প্লেইড সিমরু ৩টি, গ্রিন ১টি, ব্রেক্সিট পার্টি শূন্যটি আর অন্যরা সবমিলে ১৯টি আসনে জয় পেতে যাচ্ছে।

ব্রিটেনের স্থানীয় সময় মধ্যরাতের আগেই নির্বাচনের ফলগুলো এসে পৌঁছাবে কিন্তু চূড়ান্ত ফল শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরের মধ্যে জানা যেতে পারে।

দেশটির হোম সেক্রেটারি প্রিটি প্যাটেল বলেছেন, ক্ষমতায় গেলে ক্রিসমাসের আগেই সংসদে আইন পাশ করে ব্রেক্সিট বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেবেন তারা।

শ্যাডো চ্যান্সেলর জন ম্যাকডনেল বিবিসিকে বলেছেন, বুথ ফেরত জরিপ সত্যি হলে তা হবে লেবার পার্টির জন্য চরম হতাশার। চূড়ান্ত ফল আসার পর লেবার নেতা জেরেমি করবিনের নেতৃত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর