কোটি টাকায় বিক্রি হলো ১ কলা!


নিউজ ডেস্ক: প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০১৯, ১১:৫৭ পিএম
কোটি টাকায় বিক্রি হলো ১ কলা!

যুক্তরাষ্ট্রে একটি প্রদর্শনীতে টেপ লাগানো একটি কলার শিল্পকর্ম বিক্রি হয়েছে এক লাখ ২০ হাজার ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা এক কোটিরও বেশি টাকা।

সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের মায়ামি বিচে গত সপ্তাহে আয়োজিত একটি প্রদর্শনীতে শিল্পকর্মটি বিক্রি হয়। এর আয়োজনে ছিল পেরোতন নামে প্যারিসভিত্তিক আর্ট গ্যালারি।

ইতালির শিল্পী মৌরিজিও ক্যাটেলানের করা এই শিল্পকর্মের তিনটি সংস্করণের দুইটিই বিক্রি হয়ে গিয়েছে। শেষটিও বিক্রি হওয়ার অপেক্ষায় আছে। সেটি দেড় লাখ ডলারে বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে।   

গ্যালারি পেরোতন জানায়, গত ১৫ বছরে এই প্রথম কোনো প্রদর্শনীতে অংশগ্রহণ করলেন। মায়ামির একটি মুদি দোকান থেকে কলা কিনে সেটিকে টেপ লাগিয়ে এই শিল্পকর্ম তৈরি করেন ক্যাটেলান।

গ্যালারিটির প্রতিষ্ঠাতা ইমানুয়েল পেরোতন জানান, কলা বিশ্ব বাণিজ্যের একটি প্রতীক। এর দ্ব্যর্থক অর্থ আছে। বিশেষ করে বিদ্রূপের জন্য এটি ক্ল্যাসিক উপকরণ।

বিক্রি হওয়া কলাগুলো পচে গেলে কী হবে এই ব্যাপারে কোনো নির্দেশনা দেয়া হয়নি শিল্পকর্মটিতে। মূলত পপুলার আর্ট কালচারকে ব্যঙ্গ ও চ্যালেঞ্জ করতে এমন শিল্পকর্ম করে থাকেন ক্যাটেলান।

এর আগে ১৮ ক্যারেটের সোনা দিয়ে একটি টয়লেট বানিয়েছিলেন তিনি। যেটির মূল্য ছিল ১০ লাখ ২৫ হাজার ডলার।

যদিও ইংল্যান্ডের রাজপ্রাসাদে প্রদর্শনীর জন্য রাখা সোনার টয়লেটটি চুরি হয়ে যায়। চুরির আগে দর্শনার্থীদের সর্বোচ্চ তিন মিনিট সময়ের জন্য টয়লেটটি ব্যবহার করতে দেয়া হয়। গগেনহেমে প্রদর্শনীর পর এই টয়লেটটি বিশ্বজুড়ে আলোচিত হয়।

এটি তৈরির পেছনে মৌরিজিও ক্যাটেলানের ব্যঙ্গাত্মক একটি বার্তা আছে। তিনি বলেন, ‘কেউ হাজার টাকা খরচ করে খায়, আবার কেউ একশ টাকা দিয়ে খায়, দিন শেষে ফলাফল কিন্তু একই!’

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর