প্রকল্প পরিদর্শনে গিয়ে মৌমাছির কামড়ে দিশেহারা মন্ত্রী


নিউজ ডেস্ক: প্রকাশিত: নভেম্বর ৩০, ২০১৯, ০৮:৪৩ পিএম
প্রকল্প পরিদর্শনে গিয়ে মৌমাছির কামড়ে দিশেহারা মন্ত্রী

প্রকল্প পরিদর্শনে গিয়ে মৌমাছির কামড় খেয়ে দিশেহারা ভারতের অন্ধ্র প্রদেশের সেচমন্ত্রী অনীল কুমার যাদব। শুধু তিনি একাই নন, এসময় মৌমাছির রোষে পড়েন মন্ত্রীর সঙ্গীরাও।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শুক্রবার (২৯ নভেম্বর) কুরনুল জেলায় সেচ প্রকল্প পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের সেচমন্ত্রী। সঙ্গে ছিলেন স্থানীয় এমএলএ, সেচ কর্মকর্তা ও নেতাকর্মীরা।

প্রথমে তারা তেলেগু গঙ্গা ও কেসি খাল পরিদর্শন করেন। পরে যান বনাকাচেরলা এলাকার গালেরু নগরী খালে। সেখানে মই বেয়ে উঠে প্রকল্প সরেজমিনে দেখতে চেয়েছিলেন মন্ত্রী অনীল যাদব। তখনই মৌমাছির আক্রমণের শিকার হন তিনি।

খবরে বলা হয়, মইয়ের ওপরেই মন্ত্রীকে হাত নেড়ে মৌমাছি তাড়াতে দেখা যায়। পরে নেমে এসে গায়ে থাকা জ্যাকেট খুলে মুখ ঢাকেন তিনি। এসময় তার সঙ্গীদের কয়েকজনও মৌমাছির কামড় খেয়েছেন বলে জানা গেছে। 

তাদের সবাইকে আত্মাপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর