দেবীর মাথার মুকুট চুরির আগে ক্ষমা প্রার্থনা


নিউজ ডেস্ক: প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৯, ০৪:৩১ পিএম
দেবীর মাথার মুকুট চুরির আগে ক্ষমা প্রার্থনা

আশ্চর্য মনে হলেও ঘটনা সত্যি! সম্প্রতি ভারতের হায়দ্রাবাদে ঘটেছে এমন ঘটনা। চুরির আগে দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করে আবার দেবীর মাথা থেকেই মুকুট চুরি করল এক চোর। 

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গত বুধবার সন্ধ্যায় রাজ্যের আবিদস এলাকার দুর্গা ভবানি মন্দির থেকে দেবীর মাথার রূপার মুকুট চুরি হয়েছে। সিসি ক্যামেরার ভিডিওতে দেখা গেছে চোরকে। তবে চুরির আগে তার কাণ্ড বেশ অবাক করেছে সবাইকে।

ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি চুপি চুপি মন্দিরে ঢুকে দেবী প্রতিমার সামনে কান ধরে ওঠবস করছেন, করজোড়ে ক্ষমা চাচ্ছেন, নিজের চারপাশ ঘুরছেন। এরপরেই ঘটে আসল ঘটনা। এদিক-ওদিক খেয়াল করে দ্রুত দেবীর মাথার মুকুট নিজের শার্টের ভেতর লুকিয়ে ফেলেন। এসময় দেবীর পা ছুঁয়ে আরও একবার ক্ষমা চেয়ে নেন তিনি। পরে দ্রুত সটকে পড়েন সেখান থেকে।

আরেকটি সিসি ক্যামেরার ভিডিওতে তাকে বাইক চালিয়ে পালিয়ে যেতে দেখা যায়। 

জানা গেছে, ৩৫ তোলা ওজনের মুকুটটির দাম ছিল প্রায় ১০ হাজার রুপি। এটি চুরির সময় মন্দিরে কোনো পুরোহিতও ছিলেন না।

ভক্তদের চাপের মুখে চোর খুঁজতে শহরজুড়ে কড়া তল্লাশি শুরু করেছে পুলিশ। যদিও, এখন পর্যন্ত ধরা সম্ভব হয়নি এই ধার্মিক চোরকে!

ভিডিও দেখুন এখানে

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর