রোহিঙ্গা নিপীড়ন: আইসিসির তদন্ত প্রত্যাখ্যান করল মিয়ানমার


নিউজ ডেস্ক: প্রকাশিত: নভেম্বর ১৬, ২০১৯, ০৬:৪১ পিএম
রোহিঙ্গা নিপীড়ন: আইসিসির তদন্ত প্রত্যাখ্যান করল মিয়ানমার

রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর সেনাবাহিনীর মানবতাবিরোধী অপরাধ সংগঠন বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তদন্ত প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। 

শুক্রবার মিয়ানমারের পক্ষ থেকে বলা হয়েছে, এটি আন্তর্জাতিক আইনকে সমর্থন করে না।

মিয়ানমার সরকারের মুখপাত্র জ্য হেতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, মিয়ানমারের বিরুদ্ধে আইসিসির তদন্তের অনুমোদন আন্তর্জাতিক আইনকে সমর্থন করে না।

রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিপীড়ন-নির্যাতন ও হত্যাকাণ্ড ঘটানোর জন্য মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি এবং শীর্ষ কর্মকর্তাদের নামে মামলা হয় দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায়।

রোহিঙ্গা এবং লাতিন আমেরিকার মানবাধিকার সংগঠনগুলো আর্জেন্টিনায় ‘সার্বজনীন এখতিয়ার’ নীতির অধীনে মামলাটি দায়ের করেছে।

এই মামলার প্রেক্ষিতে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে তদন্তের অনুমতি দেওয়া হয়েছে বলে গত বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায় আইসিসি।

এর আগে ১১ নভেম্বর নেদারল্যান্ডসের হেগ শহরে জাতিসংঘের শীর্ষ আদালতেও মিয়ানমারের বিরুদ্ধে পৃথক একটি মামলা দায়ের করেছে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।

বিদ্রোহীদের হামলার জবাবে মিয়ানমারের সামরিক বাহিনী ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের বিরুদ্ধে এক কঠোর বিদ্রোহ দমন অভিযান শুরু করে। সেসময় গণধর্ষণ, হত্যা ও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়াসহ জাতিগত নির্মূল অভিযান থেকে বাঁচতে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেন।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর