বাগদাদিকে তাড়া করা কুকুরের ছবি শেয়ার করলেন ট্রাম্প


নিউজ ডেস্ক: প্রকাশিত: অক্টোবর ২৯, ২০১৯, ০৩:৪৯ পিএম
বাগদাদিকে তাড়া করা কুকুরের ছবি শেয়ার করলেন ট্রাম্প

একটি কুকুরের সাহায্যে আইএস প্রধান আবু বকর বাগদাদিকে খুঁজে বের করেন মার্কিন সেনারা। ডোনাল্ড ট্রাম্প নিজের টুইটারে সেই কুকুরটির ছবি প্রকাশ করেছেন।

বাগদাদির মৃত্যুর খবর রোববার বিশ্বকে জানানোর সময়ই ট্রাম্প বলেছিলেন, যে সুড়ঙ্গে বাগদাদি আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেন, সেখানে তাকে তাড়া করেছিল দক্ষ একটি কুকুর।

মঙ্গলবার বিশ্বকে সেই কুকুরের সঙ্গে পরিচয় করিয়ে ট্রাম্প লিখেছেন, ‘বাগদাদিকে ধরতে এবং হত্যা করতে যে কুকুরটি দারুণ কাজ করেছে আমরা তার ছবি প্রকাশ করলাম।’ তবে ছবি দেখালেও কুকুরটির নাম জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

২০১৪ সালে নিজেকে ‘খলিফা’ ঘোষণা করেন আবু বকর আল বাগদাদি। সেই সময় থেকেই আইএস জঙ্গি প্রধানকে হন্যে হয়ে খুঁজছিল মার্কিন বাহিনী ও সিআইএ।

শনিবার রাতে সিরিয়ার ইদলিবে মার্কিন অভিযানে বদ্ধ সুড়ঙ্গের মধ্যে আত্মঘাতী হয়ে তিন সন্তানসহ নিজেকে উড়িয়ে দেন আইএস নেতা।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর