ব্লেনহেম প্রাসাদ থেকে সোনার কমোড চুরি


নিউজ ডেস্ক: প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ০৮:০৭ পিএম
ব্লেনহেম প্রাসাদ থেকে সোনার কমোড চুরি

যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারের অভিজাত ব্লেনহেম প্রাসাদ থেকে বিখ্যাত সোনার কমোডটি চুরি হয়েছে। ১৮ ক্যারেট ওজনের সোনায় মোড়ানো কমোডটি তৈরি করে ইতালিয়ান শিল্পী মাউরিজিও ক্যাত্তেলান।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া একটি প্রদর্শনীর জন্য কমোডটি উন্মুক্ত করা হয়েছিল। এরই মধ্যে ঘটল চুরির ঘটনা।

স্থানীয় সময় শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৪টা ৫৭ মিনিটে এ চুরির ঘটনার অভিযোগ পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুষ্কৃতিকারীরা সারারাত ধরে কমোডটি ভাঙার কাজ করে। অবশেষে সফল হয়ে ৪টা ৫০ মিনিটে তারা কমোডটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

১৮ শতকে নির্মিত ব্লেনহেম প্যালেসটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এখানেই জন্মগ্রহণ করেন। তার উত্তরাধিকারীরা এখানে বসবাস করতেন।

চুরি যাওয়া কমোডটিকে উচ্চমূল্যের অভিহিত করে থ্যামস ভ্যালী পুলিশের গোয়েন্দা পরিদর্শক জেমস মিলনে বলেন, পুরো ঘটনায় কমপক্ষে দুইটি গাড়ি ব্যবহার করেছিল দুষ্কৃতকারীরা। এটি এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব না হলেও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। অপরাধীদের বিচারের আওতায় আনা হবে বলেও তিনি জানান।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর