হামাসের রকেট হামলা, মঞ্চ ছেড়ে দৌড় নেতানিয়াহুর


নিউজ ডেস্ক: প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০১৯, ০৪:০৯ পিএম
হামাসের রকেট হামলা, মঞ্চ ছেড়ে দৌড় নেতানিয়াহুর

রকেট হামলার সাইরেন বাজতেই নিরাপত্তার জন্য তাৎক্ষণিক একরকম দৌড়ে সমাবেশ মঞ্চ ছেড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গাজায় হামাসের অবস্থানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী।

সীমান্ত বরাবর রকেট হামলার জবাবে তারা এ বিমান হামলা চালায় বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

বাসস জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় আশদদ নগরীতে রকেট হামলার সাইরেন বাজানোর পরপরই নেতানিয়াহু তাড়াহুড়া করে মঞ্চ থেকে নেমে যান।

পুনর্নির্বাচিত হতে পারলে অধিকৃত পশ্চিম তীরের জর্ডান উপত্যকা সম্প্রসারণের প্রতিশ্রুতি ব্যক্ত করার মাত্র কয়েক ঘণ্টা পর এ রকেট হামলা চালানো হয়।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা উপত্যকার উত্তর ও মধ্যাঞ্চলে ১৫টি অবস্থান লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। এসব অবস্থানের মধ্যে হামাসের অস্ত্র কারাখানা, হামলার সুড়ঙ্গ পথ ও নৌ অবস্থান রয়েছে।

তারা আরও জানায়, গাজা উপত্যকা থেকে চালানো যেকোনো হামলার জবাবে হামাসের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গত ২০০৭ সালে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুগত বাহিনীকে উৎখাত করার পর থেকে কার্যত গাজা শাসন করে আসছে প্রতিরোধ সংগঠন হামাস।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর