‘আন-নুসরা’-কে যুক্তরাষ্ট্র অস্ত্র হিসেবে রাখতে চায়


প্রকাশিত: জুন ১৭, ২০১৬, ১১:৩৬ এএম
‘আন-নুসরা’-কে যুক্তরাষ্ট্র অস্ত্র হিসেবে রাখতে চায়

সিরিয়ায় আল-কায়দার স্থানীয় সংগঠন ‘আন-নুসরা’-কে যুক্তরাষ্ট্র অস্ত্র হিসেবে রেখে দিতে চায় বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

 

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ভবিষ্যতে ক্ষমতা থেকে উৎখাতের জন্য এই সন্ত্রাসী গোষ্ঠীকে যুক্তরাষ্ট্র বাঁচিয়ে রাখতে চায় বলে মনে করেন তিনি । এমন খবর জানাচ্ছে রাশিয়ান গণমাধ্যম ভলটেয়ার নেটওয়ার্ক।

 

রাশিয়া বেশ কিছুদিন ধরে বলে আসছে, কথিত মধ্যপন্থি বিরোধী গেরিলা সংগঠন আন-নুসরাকে গোলযোগপূর্ণ এলাকা থেকে সরে যেতে হবে। কিন্তু ঐ সব এলাকা থেকে তারা বেরিয়ে যায়নি। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে রাশিয়াকে আন-নুসরা ফ্রন্টের ওপর বিমান হামলা না চালানোরও অনুরোধ করেছে।

 

এ প্রসঙ্গে ল্যাভরভ বলেন, `আমার মনে হয় এখানে কিছু ঘটনা আছে এবং সম্ভবত যুক্তরাষ্ট্র আন-নুসরাকে কোনো না কোনোভাবে রেখে দিতে চায় এবং ভবিষ্যতে আসাদ সরকারকে ক্ষমতা থেকে সরানোর কাজে লাগাবে।`

 

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, `সিরিয়ার হেমেইমি বিমান ঘাঁটি ও জর্দানের রাজধানী আম্মানে মোতায়েন মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের কেন্দ্রের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে।`

গো নিউজ২৪/এম

আন্তর্জাতিক বিভাগের আরো খবর